বিজ্ঞাপন
নেত্রকোনার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান সরকারি শিশু পরিবার (বালক)-এর এতিম শিশুদের সঙ্গে দুপুরের খাবার ভাগাভাগি করেছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) তিনি ব্যক্তিগত উদ্যোগে উন্নতমানের খাবারের আয়োজন করেন এবং সপরিবারে উপস্থিত হয়ে শিশুদের সঙ্গে আনন্দময় সময় কাটান।
এর আগে জেলা প্রশাসক শিশু পরিবারের মসজিদে এতিম শিশুদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি শিশুদের খোঁজখবর নেন, স্নেহের পরশে তাদের মাথায় হাত বুলিয়ে দেন এবং শিশু পরিবারের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মানবিক এই আয়োজন শিশুদের আনন্দিত করে তোলে। তারা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তার জন্য দোয়া করে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুন মুন জাহান লিজা এবং সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...