বিজ্ঞাপন
নেত্রকোনার দুর্গাপুরে ৭০ বছর বয়সী অসহায় শুক্কুরি বেগমকে নতুন আধাপাকা ঘর উপহার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে ঘরটির চাবি তার হাতে তুলে দেওয়া হয়।
দুর্গাপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের খুজিউড়া গ্রামে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, উপজেলা বিএনপির সভাপতি মো. জহিরুল আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক মো. হারেজ গনি, পৌর যুবদলের সদস্য খান সুমন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সানী ঢালী, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলমসহ আরও অনেকে।
বিএনপির নেতারা জানান, কয়েক বছর আগে শুক্কুরি বেগম একে একে স্বামী, এক ছেলে ও তিন মেয়েকে হারান। এরপর থেকে ভিক্ষা করে খুপরি ঘরে দিন কাটাচ্ছিলেন তিনি। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। তিনি দ্রুত ব্যবস্থা নিয়ে শুক্কুরি বেগমের জন্য একটি আধাপাকা ঘর নির্মাণের নির্দেশ দেন।
এরপর বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের তত্ত্বাবধানে শুক্কুরি বেগমের ভাঙা ঘরের পাশে নতুন ঘর নির্মাণ করা হয়। শুক্রবার দুপুরে সেই ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত শুক্কুরি বেগম বলেন, “আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যারিস্টার কায়সার কামালের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...