Logo Logo

সখীপুরে দলীয় সভায় বক্তব্যকালে অসুস্থ বঙ্গবীর কাদের সিদ্দিকী


Splash Image

ছবি : সংগৃহীত।

টাঙ্গাইলের সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েছেন দলের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। বর্তমানে তিনি সখীপুরের নিজ বাসায় চিকিৎসকদের পরামর্শে চিকিৎসাধীন আছেন।


বিজ্ঞাপন


শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টা ১৫ মিনিটে সখীপুর খান মার্কেটের সভাস্থলে এ ঘটনা ঘটে।

অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস সবুর খান। তিনি জানান, “কাদের সিদ্দিকী বর্তমানে বাসায় থেকেই চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।”

এদিকে কাদের সিদ্দিকীর ব্যক্তিগত সহকারী ফরিদ আহমেদ জানান, তিনি আগের তুলনায় কিছুটা সুস্থবোধ করছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...