বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, সকাল থেকেই তাদের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। গতকালও দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ ছিল না। ক্ষুব্ধ গ্রাহক আব্দুর রহমান বলেন, “তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আন্দোলনের নামে আমাদের ভোগান্তি বাড়িয়ে দিয়েছেন।”
বিক্ষোভকারীরা সড়কের ওপর গাড়ি রেখে এক ঘন্টা যান চলাচল বন্ধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম ও ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে সড়ক থেকে গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ লুৎফুর রহমান বলেন, “পল্লী বিদ্যুতের ডিজিএম মাহবুবুর রহমানের সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে কর্মকর্তা-কর্মচারীরা মুঠোফোন বন্ধ রেখে আন্দোলনের অংশ হিসেবে আত্মগোপনে রয়েছেন। তাদের কর্মস্থলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে, না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম বলেন, “সমস্যাটি দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছে। সরকারের পক্ষ থেকে আন্দোলনকারী পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়েছে যেন তারা কর্মস্থলে উপস্থিত হয়ে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যান। নির্দেশনা মানা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মাহবুবুর রহমান জানান, ৪৯ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৪৩ জনই গণ ছুটিতে রয়েছেন। তাদেরকে পুনরায় কর্মস্থলে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...