Logo Logo

ফেনীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, ১ নারী নিহত


Splash Image

ফেনী সদর উপজেলার নৈরাজপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীর সাথে সংঘর্ষে জাহানারা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাবু মেম্বারের বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বিষয়টি হাতাহাতি ও ধস্তাধস্তিতে রূপ নিলে গুরুতর আহত হন জাহানারা বেগম।

পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...