বিজ্ঞাপন
তিনি বলেন, বর্তমানে মানুষ বহু রকমের উদ্যোক্তা হিসেবে কাজ করছে। এ ক্ষেত্রে কোনো তালিকা করা হয়নি, যার ফলে আরও সুযোগ তৈরি হচ্ছে। এর পেছনে প্রধান কারণ প্রযুক্তি, যা আমাদেরকে বিশ্বের সঙ্গে সম্পূর্ণভাবে সংযুক্ত করেছে। তিনি যোগ করেন, “এখন প্রযুক্তিকে ব্যবহার করার সময় এসেছে।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, প্রতিটি মানুষকে তার নিজের সক্ষমতার ওপর ভিত্তি করে যেখানে যেতে চায়, সেখানে যাওয়ার সুযোগ দিতে চাই। তিনি আশা প্রকাশ করেন যে, পিকেএসএফ নতুন ভবনে এসে একটি নতুন যাত্রা শুরু করবে।
উল্লেখ্য, পিকেএসএফ দেশের গ্রামীণ উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন কর্মসূচিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন ভবনের উদ্বোধন এই সংস্থার কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচনের পথ প্রশস্ত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...