Logo Logo

সেনাপ্রধানের সঙ্গে মালদ্বীপের চিফ অফ ডিফেন্স ফোর্সের সৌজন্য সাক্ষাৎ


Splash Image

ছবি : সংগৃহীত।

মালদ্বীপের চিফ অফ ডিফেন্স ফোর্স মেজর জেনারেল ইব্রাহিম হিলমী নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার (১৪ সেপ্টেম্বর) সেনাসদরে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।


বিজ্ঞাপন


সাক্ষাৎকালে দুই পক্ষ পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দুই দেশের সামরিক খাতে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় মালদ্বীপের প্রতিনিধি দল বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন, বিশেষ করে দেশের বর্তমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের অবদানের কথা উল্লেখ করেন।

বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত শিউনিন রাশিদও সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন এবং উভয় দেশের কৌশলগত ও সামরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎটি দুই দেশের সামরিক সহযোগিতা ও পারস্পরিক বিশ্বাসের নতুন দিক উন্মোচন করেছে বলে সেনাসদর থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...