Logo Logo

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক


Splash Image

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন


গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা (শহীদ মিনার) এলাকার আব্দুল আলী (৫০) এবং হবিগঞ্জ জেলার মাধবপুর থানার আলীনগর গ্রামের মিন্টু মিয়া (২৯)।

রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়াঘাটস্থ ফেরিঘাট এলাকার রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় মাদক কারবারি আব্দুল আলী ও মিন্টু মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৬ কেজি ভারতীয় নিষিদ্ধ গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা পুলিশের চৌকস অফিসার এসআই মোহাম্মদ আব্দুল বাতেন। তার সঙ্গে ছিলেন এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাস, কনস্টেবল ফরিদ মিয়া, কনস্টেবল দিপক মুন্ডা, কনস্টেবল শামছুল হক ও কনস্টেবল জাবরুল ইসলাম।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...