Logo Logo

কোটালীপাড়ায় স্কুল ব্যাংকিং অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিজল বাড়ী বিনয় কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্কুল ব্যাংকিং অ্যাওয়ার্নেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অগ্রণী ব্যাংক পিএলসি কালিগঞ্জ বাজার শাখার উদ্যোগে সোমবার (১৫ সেপ্টেম্বর) এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি গোপালগঞ্জের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান আলাউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুবোধ চন্দ্র মজুমদার, অগ্রণী ব্যাংক গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জয়নুল আবেদীন এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার কার্তিক চন্দ্র মন্ডল।

বিনয় কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন অগ্রণী ব্যাংক কালিগঞ্জ বাজার শাখার ব্যবস্থাপক সঞ্জয় বাইন। আলোচনা সভা শেষে ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি ব্যাংকের পক্ষ থেকে বৃক্ষের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দীন আহমেদ বলেন, “ছাত্র-ছাত্রীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সেই নির্দেশনা বাস্তবায়নে আমরা স্কুলে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের সচেতন করছি এবং অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা দিচ্ছি।”

স্কুল ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সঞ্চয়ী মনোভাব গড়ে উঠবে এবং ভবিষ্যৎ আর্থিক সচেতনতা বৃদ্ধিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিবেদক- সৌরভ বিশ্বাস, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...