বিজ্ঞাপন
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নড়াইল প্রেসক্লাব হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান নড়াইল জেলার মুক্তিযোদ্ধারা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, শরীফ বাদশা মিয়া, এসএম মাসুম হিসাম ও শেখ মতিয়ার রহমান।
বক্তারা অভিযোগ করেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের উপেক্ষা করে ফ্যাসিস্ট আওয়ামী দোসর, দুর্নীতিগ্রস্ত ও বিতর্কিত কিছু ব্যক্তিকে দিয়ে জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে মুক্তিযুদ্ধের চেতনা ও মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করেন তারা।
তারা বলেন, বর্তমান কমিটির নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম প্রশ্নবিদ্ধ। অবিলম্বে এ কমিটি বাতিল করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি জানান বক্তারা।
এ সময় নড়াইল জেলার বীর মুক্তিযোদ্ধারা ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- মো. নূরুন্নবী সামদানী, নড়াইল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...