বিজ্ঞাপন
গত ১৬ সেপ্টেম্বর (সোমবার) রাত ১১টায় নেত্রকোণা সদর এলাকায় অবৈধভাবে বালু পরিবহনের অপরাধে এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক।
এছাড়া আজ ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৪(১) ও ৪৯(১)(চ) ধারায় পৃথক তিনটি মামলায় মোট ৯০০ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান। একইসঙ্গে তিনি অবৈধ পার্কিংয়ের বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন।
অন্যদিকে আজই পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ ও কুতুবপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় তিনটি মামলায় তিনজন অপরাধীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় শাস্তি প্রদান করা হয়। এর মধ্যে একজনকে ১০০ টাকা অর্থদণ্ড, দুইজনকে তিন মাস এবং একজনকে দুই মাসের কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা রোজি।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...