Logo Logo

পটুয়াখালীর কলাপাড়ায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত


Splash Image

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে উপজেলা প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা কর্মকর্তা, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, সাংবাদিক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসক দরবার হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. ইয়াসিন সাদেক সভার সভাপতিত্ব করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি হাজী শিকদার, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, উপজেলা জামায়াত ইসলামী সভাপতি মোহাম্মদ আব্দুল কাইয়ুম, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, উপজেলা সিপিপি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান খান প্রমুখ।

সভায় শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে কলাপাড়া উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের উপায় নিয়ে মতবিনিময় করেন।

উক্ত সভার মাধ্যমে স্থানীয় প্রশাসন ও সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং উপজেলার উন্নয়ন কার্যক্রমে সমন্বয় বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...