Logo Logo

নেত্রকোণায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত


Splash Image

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শনিবার সকালে নেত্রকোনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই আয়োজন করে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি, নেত্রকোনা জেলা।


বিজ্ঞাপন


সেমিনারে সভাপতিত্ব করেন জামালপুর খাজায়েনে রহমত পাক দরবার শরীফের খাদেম আলহাজ্ব মাওলানা শোয়াইব উদ্দিন পাঠান আল মুজাদ্দেদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর নান্দিনা খাজা ইউনূছিয়া পাক দরবার শরীফের খাদেম ও ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হানাফি আল মুহাদ্দেদী।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নূরু, ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি শহীদ উল্লাহ পাঠান আল মুজাদ্দেদী, এনায়েতপুর পাক দরবার শরীফের খাদেম বাকি বিল্লাহ আল মুজাদ্দেদী, ময়মনসিংহ শম্ভুগঞ্জ লালকুটি দরবার শরীফের খাদেম মো. সিরাজুল ইসলাম, নারান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম চৌধুরী সম্রাট, বারহাট্টা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল ওয়াদুদ, নেত্রকোনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক খন্দকার অলি উল্লাহ, মাওলানা হাসমত উল্লাহ আল মুজাদ্দেদী, মো. কামরুজ্জামান আল মুজাদ্দেদী এবং মাওলানা আলী আকবর।

সেমিনারে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী ও শিক্ষার বিভিন্ন দিক উপস্থাপন করা হয়। অনুষ্ঠান শেষে মহানবীর ওপর মিলাদ শরীফ অনুষ্ঠিত হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...