Logo Logo

ধলাই নদীর প্রাণ ফেরাতে নেত্রকোণায় শুরু হলো কচুরিপানা পরিষ্কার অভিযান


Splash Image

নেত্রকোণায় ধলাই নদীর প্রাণ ফেরাতে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে কচুরিপানা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ‎ ‎শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় ধলাই নদীর মইনপুর এলাকায় এ অভিযানের উদ্বোধন করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।


বিজ্ঞাপন


সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নেত্রকোণা পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আরিফুল ইসলাম সরদার।

‎দীর্ঘদিনের উদ্যোগহীনতায় কচুরিপানা, পলিথিন ও প্লাস্টিক বর্জ্যে ঢেকে গিয়ে ধলাই নদী তার স্বাভাবিক প্রবাহ ও সৌন্দর্য হারিয়ে ফেলেছিল।

এর ফলে মৎস্য বৈচিত্র্য কমে যাওয়া, কৃষিকাজে ব্যাঘাত সৃষ্টি ও নৌযান চলাচল ব্যাহত হওয়ার মতো সমস্যা দেখা দেয়। এবার সেই নদীকে তার হারানো প্রাণ ফিরিয়ে দিতেই শুরু হয়েছে এ মহৎ উদ্যোগ।

‎পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণের পাশাপাশি জেলার রাজনৈতিক নেতৃবৃন্দও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, এবং জেলা বিএনপি নেতা ইসলাম উদ্দিন খান চঞ্চল।

‎অভিযানের উদ্বোধনকালে জেলা প্রশাসক মইনপুরে অবস্থিত দুতী বাঁশের ব্রীজ পরিদর্শন করেন এবং সংস্কারের পাশাপাশি ভবিষ্যতে পাকা সেতু নির্মাণের আশ্বাস দেন।

‎স্বাগত বক্তব্যে পৌর প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার বলেন, “ধলাই নদীকে দূষণমুক্ত করে তার প্রাণ ফিরিয়ে দিতেই এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। নাগরিক জীবনমান উন্নয়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে পৌরসভা সবসময় জনগণের পাশে থাকবে।”

‎স্থানীয়রা জানান, এ উদ্যোগে নদীর প্রাকৃতিক রূপ ফিরে পেতে শুরু করেছে, যা কৃষি, নৌযান চলাচল এবং জনজীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সচেতন মহল মনে করছে, এ ধরনের সম্মিলিত প্রয়াস শুধু নদী রক্ষায় নয়, পরিবেশ সচেতনতা বৃদ্ধিতেও নতুন দিগন্ত উন্মোচন করবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...