Logo Logo

বিদেশী মদসহ ভারতীয় নাগরিক বিজিবির হাতে আটক


Splash Image

যশোরে ১০ বোতল বিদেশী মদসহ উত্তম হালদার (৩৯) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার সকালে যশোর কোতয়ালী থানাধীন যশোর-নড়াইল মহাসড়কে বাউলিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক উত্তম হালদার ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার সাত ভাই কালিতলার জীবন হালদারের ছেলে।


বিজ্ঞাপন


বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির সদস্যরা কোতোয়ালী থানাধীন যশোর-নড়াইল মহাসড়কে বাউলিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে উত্তম হালদার নামে এক ভারতীয় নাগরিককে আটক করে। পরে তার ব্যাগে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১০ বোতল বিদেশী মদ পাওয়া যায়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...