Logo Logo

ময়লার ভাগাড়ে মিললো ৫ বস্তা এনআইডি কার্ড


Splash Image

নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকার একটি ময়লার ভাগাড় থেকে পাঁচ বস্তা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং বিপুল পরিমাণ পোলিং কর্মকর্তার কার্ড ও সিল উদ্ধার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে এসব কার্ড উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে একটি সাদা গাড়িতে করে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি স্টেডিয়ামের সামনে ময়লার ভাগাড়ে পাঁচটি বস্তা ফেলে রেখে দ্রুত সেখান থেকে চলে যায়। স্থানীয় কয়েকজন বিষয়টি লক্ষ্য করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। মুহূর্তেই খবরটি ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কার্ডগুলো উদ্ধার করে। “কারা এগুলো ফেলে গেছে এবং কী উদ্দেশ্যে ফেলা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে,” বলেন তিনি।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া এনআইডি কার্ড ও পোলিং অফিসারদের কার্ড এবং সিল গাজীপুর সদর এলাকার। উদ্ধারকৃত সব উপকরণ বর্তমানে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশন অফিসের হেফাজতে রাখা হয়েছে।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও নির্বাচন কমিশনের তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...