Logo Logo

কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে একাদশ শ্রেণির (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।


বিজ্ঞাপন


সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা উপকরণ দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উচ্চ মাধ্যমিক ভর্তি কমিটির আহ্বায়ক প্রভাষক অমিয় বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. এনায়েত বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আলিমুজ্জামান খান ও প্রভাষক তুষার সেন। বক্তব্য রাখেন কৃতি শিক্ষার্থী সাব্বির হাওলাদার, অর্পিতা বসু, নবীন শিক্ষার্থী অনামিকা দাম ও সাগর ইসলাম।

প্রথম পর্বে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ৪৫০ জন নবীন শিক্ষার্থীকে ফুল ও শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়। একই সঙ্গে গত তিন বছরে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া কলেজের ১১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়।

নবীন শিক্ষার্থী অনামিকা দাম বলেন, “এই পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব বৃদ্ধির জন্য আমরা মেধা ও শ্রম দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাবো।”

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কৃতি শিক্ষার্থী গোবিন্দ ভট্টাচার্য বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকবর্তিকা। এই কলেজের শিক্ষার্থীরা সৎ, নৈতিক ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশ গঠনে নেতৃত্ব দেবে।”

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. মো. এনায়েত বারী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা শুধুমাত্র পরীক্ষায় ভালো করার জন্য নয়, বরং সুশিক্ষা অর্জন করে দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক গুণাবলীতে সমৃদ্ধ আদর্শ নাগরিক হয়ে উঠবে।”

আনুষ্ঠানিক পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

প্রতিবেদক- সৌরভ বিশ্বাস, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...