বিজ্ঞাপন
সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল। প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আব্দুল বাছেদ। মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার এসআই সুকান্ত বাউলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুনিল চন্দ্র মণ্ডলসহ স্থানীয় পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এএসপি মো. আব্দুল বাছেদ জানান, “এ বছর মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় মোট ২৯৮টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় দুই স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সকলেই নিজ নিজ নিরাপত্তা বজায় রাখবেন, আমরাও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবো।”
সভায় উপস্থিত অতিথিরা দুর্গাপূজা উদযাপনকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে প্রশাসনের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
প্রতিবেদক- সৌরভ বিশ্বাস, গোপালগঞ্জ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...