বিজ্ঞাপন
শরতের নীল আকাশ, সাদা মেঘ আর নদীর তীরে কাশফুল—প্রকৃতির রূপমাধুর্যে চারপাশ এখন উৎসবমুখর। দেবী দুর্গা এ বছর গজে (হাতি) চড়ে মর্ত্যে আগমন করবেন এবং দোলায় গমন করবেন। ইতোমধ্যেই জেলার প্রতিটি পূজামণ্ডপে শেষ মুহূর্তের সাজসজ্জা ও প্রতিমা তৈরির কাজ চলছে। খড়, কাঠ ও মাটি দিয়ে প্রতিমা গড়ার পর রঙ তুলি দিয়ে চূড়ান্ত রূপ দিচ্ছেন শিল্পীরা। এ কাজে পুরুষদের পাশাপাশি নারী ও শিশুরাও ব্যস্ত সময় পার করছেন।
গত ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দেবীর আগমনী বার্তা সর্বত্র ছড়িয়ে পড়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয়ে ২ অক্টোবর বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ শারদীয় দুর্গোৎসব।
নেত্রকোণা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন পণ্ডিত বলেন, “আমরা প্রতিটি পূজামণ্ডপে সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি। আশা করি, সবার সহযোগিতায় নির্বিঘ্নে পূজা সম্পন্ন হবে।”
পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, পূজাকে ঘিরে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অনলাইনে মনিটরিংয়ের পাশাপাশি আনসার, পুলিশ, ডিবি ও ডিএসবি সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, “শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন কমিটি, রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের সঙ্গে সভা হয়েছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...