Logo Logo

কুয়াকাটায় বাতিঘর এর উদ্যোগে তালের বীজ রোপণ।


Splash Image

“সবজ গ্রাম, সবুজ দেশ, এই আমাদের বাংলাদেশ” এ স্লোগানকে ধারণ করে সেচ্ছাসেবী সংগঠন ”বাতিঘর” এর উদ্যোগে পর্যটন নগরী কুয়াকাটায় ৫ শতাধিক তালের বীজ রোপণ করা হয়েছে। ২২ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে কুয়াকাটার তুলাতলী - কচ্ছপখালী সড়কের দুই পাশে এ তালের বীজ রোপণ করা হয়।


বিজ্ঞাপন


এ সময় “বাতিঘর” সংগঠনের সভাপতি ইলিয়াস রেজা, সহ সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ প্রিন্স, সদস্য মাসুম খলিফা, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি হানিফ সরদার, কচ্ছপ খালী জামে মসজিদের ইমাম মাওলানা মো. আলাউদ্দিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বাতিঘরের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ প্রিন্স জানান, সবুজায়ন প্রকল্প ২০২৫ এর আওতায় দ্বিতীয় পর্যায়ে কুয়াকাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডের তুলাতলী- কচ্ছপ খালী সড়কের দুই পাশে পাঁচশত তালের বীজ রোপণ করা হয়েছে।

তিনি আরো জানান, সড়কটির সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে কৃষ্ণচূড়া ও নয়ন চূড়া গাছ রোপণ করা হবে।

সেচ্ছাসেবী সংগঠন “বাতিঘর” এর সভাপতি ইলিয়াস রেজা বলেন, জলবায়ুর বিরূপ প্রভাবে সমুদ্র উপকূল ভাগের সবুজ অরণ্য দিনে দিনে কমে যাচ্ছে। সমুদ্র সৈকত এলাকার সংরক্ষিত বন উজাড় হচ্ছে। বাড়িঘর নির্মাণ, অবকাঠামোগত উন্নয়ন ও পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কারণে পরিবেশ উঞ্চ হয়ে উঠেছে। এ উঞ্চতা থেকে রক্ষায় সবুজায়নের কোন বিকল্প নেই। এজন্য বাতিঘর সংগঠনের সদস্যরা এমন সবুজায়ন কর্মসূচি হাতে নিয়েছে।

তিনি আরো বলেন,সবুজায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্যতা যেমন রক্ষা হবে, তেমনি সৌন্দর্য বর্ধনও হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...