Logo Logo

কোটালীপাড়ার ঘাঘর নদীতে বাঁধ, প্রতিমা বিসর্জন নিয়ে শঙ্কা


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শারদীয় দুর্গাপূজাকে ঘিরে চলছে উৎসবের আমেজ। তবে উপজেলার হিরণ ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের মধ্যে তৈরি হয়েছে শঙ্কা। কারণ ঘাঘর নদীর মোহনায় দেওয়া বাঁধ এখনও অপসারণ না হওয়ায় প্রতিমা বিসর্জন অনিশ্চয়তার মুখে পড়েছে।


বিজ্ঞাপন


জানা গেছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ১৫ কোটি ৪৪ লাখ ১৭ হাজার টাকা ব্যয়ে পয়সারহাট-গোপালগঞ্জ খাল খনন প্রকল্পের কাজ শুরু হয় গত বছরের ১ আগস্ট। প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের ৫ সেপ্টেম্বর পর্যন্ত। প্রকল্প বাস্তবায়ন করছে বগুড়ার ঠিকাদারি প্রতিষ্ঠান আতাউর রহমান খান লিমিটেড। খাল খননের লক্ষ্যে প্রায় এক বছর আগে ঘাঘর নদীর মোহনায় বাঁধ দেওয়া হলেও বর্ষা মৌসুমে কাজ বন্ধ হয়ে যায়। ফলে বাঁধটি অপসারণ না হওয়ায় নদীপথে যাতায়াত বন্ধ হয়ে আছে।

তারাশী কর্মকারবাড়ি সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপের সভাপতি গোশাই কর্মকার বলেন, “প্রতি বছর বিজয়া দশমীতে আমরা নৌকাযোগে প্রতিমা ঘাঘর নদীতে নিয়ে যাই। সারাদিনের আনন্দ-উৎসব শেষে সন্ধ্যায় প্রতিমা বিসর্জন দিই। কিন্তু এ বছর বাঁধ থাকায় নৌকায় প্রতিমা আনা-নেওয়া সম্ভব হবে না। এতে আমরা সবাই দুশ্চিন্তায় আছি।”

ঘাঘর বাজারের ব্যবসায়ী রনজিত কুমার সাহা জানান, “প্রতিমা বিসর্জনে বাঁধ সমস্যা সমাধানের দাবিতে আমরা ১০০ জন স্বাক্ষরযুক্ত আবেদন উপজেলা নির্বাহী অফিসার বরাবর জমা দিয়েছি। কিন্তু এখনো কোন পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে আমরা উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছি।”

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুম বিল্লাহ বলেন, “পানি উন্নয়ন বোর্ডের সাথে বিষয়টি নিয়ে কথা হয়েছে। আশা করছি খুব শিগগিরই বাঁধটি অপসারণ করা হবে, যাতে দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনে কোনো প্রতিবন্ধকতা না থাকে।”

স্থানীয়রা বলছেন, দ্রুত বাঁধ অপসারণ না হলে দুর্গাপূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব—বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন—বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...