Logo Logo

কোটালীপাড়ায় যুবদল নেতাকে পেটালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা পলাশ শিকদারের (৩২) বিরুদ্ধে যুবদল নেতা সোহেল শিকদারকে (৩০) মারধরের অভিযোগ উঠেছে। আহত সোহেল বর্তমানে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন।


বিজ্ঞাপন


সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গোপালপুর গ্রামে শিকদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত সোহেল শিকদার গোপালপুর গ্রামের ইলিয়াস শিকদারের ছেলে ও পিঞ্জুরী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি। অভিযুক্ত পলাশ শিকদার একই গ্রামের মুজাফ্ফর শিকদারের ছেলে এবং পিঞ্জুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক বিরোধের জেরে সোমবার সন্ধ্যায় গোপালপুর ব্রিজের পশ্চিম পাশে পলাশ শিকদার ও যুবলীগ নেতা নাজমুল খান লোকজন নিয়ে সোহেল শিকদারের ওপর হামলা চালান। এ সময় তাকে রক্ষা করতে গেলে ছাত্রদল নেতা ইমন বখতিয়ার বাবুও আহত হন। বর্তমানে গুরুতর আহত এই দুই নেতা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।

চিকিৎসাধীন অবস্থায় যুবদল নেতা সোহেল শিকদার অভিযোগ করে বলেন, “আমি যুবদল করি—এই কারণেই স্বেচ্ছাসেবক লীগ নেতা পলাশ শিকদার ও যুবলীগ নেতা নাজমুল খান লোকজন নিয়ে আমার ওপর হামলা চালায়। আমাকে রক্ষা করতে গিয়ে ছাত্রদল নেতা ইমন বখতিয়ারও হামলার শিকার হন।”

অভিযোগের বিষয়ে জানতে স্বেচ্ছাসেবক লীগ নেতা পলাশ শিকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা নাজমুল খান বলেন, “ঘটনার সঙ্গে আমি জড়িত নই।”

উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ বলেন, “আমরা শিষ্টাচার মেনে রাজনীতি করতে চাই, প্রতিহিংসার রাজনীতি চাই না। তবে আমাদের পায়ে পা দিয়ে যদি কেউ বিরোধ সৃষ্টি করতে চায়, রাজনৈতিকভাবেই আমরা মোকাবিলা করব।”

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, “মারধরের ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...