Logo Logo

জরিমানা ৫০ হাজার, জব্দ মালামাল

খালিয়াজুরীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান


Splash Image

নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেছে।


বিজ্ঞাপন


উপজেলা প্রশাসনের আয়োজনে এ অভিযান গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৫টায় উপজেলার পাঁচহাট গ্রামে অনুষ্ঠিত হয়। অভিযানটির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম।

অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি মামলায় একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি স্যালো মেশিন, পাইপ ও দুইটি নৌকা জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং যারা নিয়ম ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...