বিজ্ঞাপন
উপজেলা প্রশাসনের আয়োজনে এ অভিযান গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৫টায় উপজেলার পাঁচহাট গ্রামে অনুষ্ঠিত হয়। অভিযানটির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম।
অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি মামলায় একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি স্যালো মেশিন, পাইপ ও দুইটি নৌকা জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং যারা নিয়ম ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...