Logo Logo

কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


Splash Image

পটুয়াখালীর কলাপাড়ায় নাজমিন বেগম (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের পাটুয়া গ্রামের স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


মৃত নাজমিন বেগম ওই এলাকার জাকারিয়া হোসেনের স্ত্রী। এ দম্পতির এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, কিছুদিন ধরে স্বামী-সন্তানদের নিয়ে ঢাকায় বসবাস করছিলেন নাজমিন। প্রায় এক মাস আগে সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন তিনি। বুধবার সকালে তার শোবার ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।

ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। কেউ এটিকে আত্মহত্যা হিসেবে মনে করলেও, পরিবারের কিছু সদস্য ও প্রতিবেশীরা মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।”

এদিকে, গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন ও কৌতূহল দেখা দিয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই প্রকৃত কারণ জানা যাবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...