Logo Logo

পাথরঘাটায় সারবোঝাই ট্রাক উল্টে আহত ২


Splash Image

বরগুনার পাথরঘাটায় সারবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে উল্টে পড়ে চালক ও হেলপার আহত হয়েছেন।


বিজ্ঞাপন


বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে বরগুনাগামী সারবোঝাই ট্রাকটি (লাইসেন্স নং ঢাকা মেট্রো-ট ১৬৭৬৬৬) বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।

এ সময় চালক মো. আরিফ মিয়া ও হেলপার জাকারিয়া আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, “ঘটনার খবর পেয়েছি। আহত চালক ও হেলপার বর্তমানে পাথরঘাটা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুজনই আশঙ্কামুক্ত। ট্রাক উদ্ধারের কাজ চলছে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...