বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও দবির উদ্দিন জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জসিম তার কার্যালয়ে উপস্থিত হন। এরপর তাকে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কক্ষে গিয়ে তার আইরিশের ছবি ও স্বাক্ষর সংগ্রহ করা হয়। ইউএনও বলেন, “এ সব কাজ শেষ হওয়ার পর সঙ্গে প্রত্যয়নপত্র সংযুক্ত করে তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। খুব দ্রুততম সময়ের মধ্যে জসিম জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন।”
জন্ম থেকে দুই হাত না থাকা সত্ত্বেও জসিম মাতুব্বর হাল ছাড়েননি। পা দিয়ে লিখে তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষা পাস করেছেন এবং বর্তমানে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষে পড়ছেন। তবে জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে তার পড়াশোনা ও সরকারি-বেসরকারি বিভিন্ন সেবায় দীর্ঘদিন ভোগান্তি পোহাতে হয়েছে।
জসিম ২০২৩ সাল থেকে জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য নির্বাচন অফিসে অবস্থান করেছেন। কিন্তু অনলাইনে একাধিকবার আবেদন করার পরও কোনো কাজ হয়নি। পরিস্থিতি হাল ছেড়ে দেওয়ার পর বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে ইউএনও দবির উদ্দিন এগিয়ে আসেন। তাঁর উদ্যোগে জসিমকে জাতীয় পরিচয়পত্র প্রদানের প্রক্রিয়া শুরু হয়।
জসিম মাতুব্বর বলেন, “আমি আজ সত্যিই খুব আনন্দিত। জন্ম থেকেই হাত না থাকার কারণে অনেক কষ্ট করেছি, অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু জাতীয় পরিচয়পত্র পাইনি। পড়াশোনা ও নানা কাজে সমস্যায় পড়তাম। আজ ইউএনও স্যার আমার পাশে দাঁড়িয়েছেন, তার প্রতি আমি কৃতজ্ঞ।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...