Logo Logo

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে প্রত্যয়ন

মাগুরা জেলা জামায়াতের আমিরকে সাময়িক অব্যাহতি


Splash Image

মাগুরা জেলা জামায়াতের আমির এম বি বাকের। ছবি : সংগৃহীত

মাগুরার মহম্মদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের হত্যা মামলার এক আসামির পক্ষে প্রত্যয়নপত্র দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে জেলা জামায়াতের আমির এম বি বাকেরকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


গতকাল বুধবার জেলা শহরের দলীয় কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন।

জেলা জামায়াত সূত্রে জানা গেছে, এম বি বাকেরকে সাময়িক অব্যাহতি দিয়ে তার স্থলাভিষিক্ত হিসেবে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা সেক্রেটারি সাইদ আহমেদকে। তবে এম বি বাকের এখনও জেলা জামায়াতের অন্যান্য পদে বহাল রয়েছেন এবং তিনি মাগুরা-২ আসনে দলটির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী।

সাইদ আহমেদ জানান, “এটি একটি সাংগঠনিক সিদ্ধান্ত। আমি সাময়িকভাবে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করব। একই সঙ্গে আমার জেলা সেক্রেটারির দায়িত্বও বহাল থাকবে।”

দলীয় সূত্রে আরও জানা গেছে, হত্যা মামলার আসামি এক স্বেচ্ছাসেবক লীগ নেতার পক্ষে প্রত্যয়নপত্র দেওয়ায় জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তাই কেন্দ্রীয় কমিটি এম বি বাকেরকে এক মাসের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট মহম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয়ার সময় সুমন শেখ (১৮) ও আহাদ আলী বিশ্বাস (১৮) শহীদ হন। এ ঘটনায় ১৫ আগস্ট মহম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার ১৩ নম্বর আসামি শাহাবুদ্দিন মোল্যার জামিনের জন্য জামায়াত পরিবারের সদস্য হিসেবে প্রত্যয়নপত্র দেন এম বি বাকের। শাহাবুদ্দিন মোল্যা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। অভিযোগ রয়েছে, ওই প্রত্যয়নপত্র ব্যবহার করে আদালত থেকে জামিন করানোর চেষ্টা করা হয়।

বিষয়টি প্রকাশ্যে আসার পর বিতর্ক শুরু হয়। প্রতিবাদে ১৮ সেপ্টেম্বর মহম্মদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা। তারা এম বি বাকেরের বহিষ্কার ও শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে এম বি বাকের দাবি করেন, “কয়েক মাস আগে চাকরির প্রস্তাবের কথা বলে প্রত্যয়নপত্র নেওয়া হয়েছিল। পরে আমি জানতে পারি, যাঁর জন্য এটি দেওয়া হয়েছে, তিনি জুলাই হত্যা মামলার আসামি। বিষয়টি জানার পর আমি সেই প্রত্যয়নপত্র প্রত্যাহার করেছি।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...