Logo Logo

দীর্ঘ সাড়ে তিন বছর আইনি লড়াই শেষে ভোট পুনর্গণনায় নির্বাচিত ইউপি চেয়ারম্যান আজাদ


Splash Image

দীর্ঘ সাড়ে তিন বছর আইনি লড়াই শেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব ফিরে পেলেন নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের আজাদ।


বিজ্ঞাপন


২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী আবু তাহের আজাদ অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো. সাফায়াত উল্লাহ রয়েলকে ৩৫ ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। ফলাফলে রয়েল পান ৫ হাজার ২২৬ ভোট, আর আবু তাহের আজাদ পান ৫ হাজার ১৯১ ভোট।

ফলাফলের বিরুদ্ধে আপত্তি জানিয়ে আবু তাহের নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলায় পুনর্গণনার আবেদন প্রথমে খারিজ হলেও পরবর্তীতে আপিলে আদালত ভোট পুনর্গণনার নির্দেশ দেন। গত ৭ আগস্ট প্রকাশ্য আদালতে পুনর্গণনায় আবু তাহের আজাদ প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৮৩৮ ভোট বেশি পান। এরপর আদালত তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

আদালতের এই রায়ের পর বুধবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান জেলা প্রশাসকের কার্যালয়ে আবু তাহের আজাদকে চেয়ারম্যান হিসেবে শপথবাক্য পাঠ করান। পরদিন বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সদ্য বিদায়ী প্রশাসক আব্দুল আহাদের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমেদ সেকুলের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, বিএনপির সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিল্কী, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক জিয়াউল হক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, ইউপি সদস্য সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠানকে ঘিরে গ্রামীণ ঐতিহ্যের লাঠিখেলা প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, আবু তাহের আজাদ বর্তমানে মদন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি। এর আগে তিনি উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...