Logo Logo

স্কেটিং জুতা কিনে না দেওয়ায় অভিমানে শিশুর আত্মহত্যা


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্কেটিং জুতা কিনে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে রমজান মোল্লা (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রমজান ওই গ্রামের প্রবাসী আলম মোল্লার ছেলে এবং স্থানীয় ইসলামপুর শামসুল উলুম আজিজিয়া মাদ্রাসার কিরাত বিভাগের ছাত্র।

পরিবার সূত্রে জানা গেছে, সকালে রমজানের চাচা আশিক মোল্লা জানালা দিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পান। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙে রমজানকে মৃত অবস্থায় উদ্ধার করে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান ভোরের বাণীকে জানান, রমজান মাদ্রাসায় যেতে চাইতো না। পরিবার তাকে জোর করে পাঠাতো। কয়েক দিন ধরে সে মায়ের কাছে স্কেটিং জুতা কিনে দেওয়ার জন্য আবদার করছিল। এ নিয়ে সকালে মা-ছেলের মধ্যে মনোমালিন্য হয়। “প্রাথমিক ধারণা, জুতা কিনে না দেওয়ায় মায়ের উপর অভিমান করেই সে আত্মহত্যা করেছে,” বলেন ওসি।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবার ও এলাকাবাসীর অনুরোধে এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

প্রতিবেদক- সৌরভ বিশ্বাস, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...