বিজ্ঞাপন
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুরের সালথা ও নগরকান্দা উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে নগরকান্দার লস্করদিয়া ওবায়েদ মঞ্জিলে এ সভা অনুষ্ঠিত হয়।
শামা ওবায়েদ বলেন, “এক বছর আগে ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ষড়যন্ত্র থেমে নেই। ফ্যাসিবাদের দোসররা এখনও অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। সামনে দুর্গাপূজা, সেখানেও ফ্যাসিবাদ অপতৎপরতা চালাতে পারে। তাই সব মন্দিরে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “সালথা ও নগরকান্দায় ১০৩টি পূজামণ্ডপ রয়েছে। বিএনপির নেতাকর্মীরা প্রতিটি মন্দির পাহারা দেবেন। পূজার কয়েকটি দিন প্রতিটি ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের সতর্ক থেকে সজাগ থাকতে হবে, যাতে কোনো ধরনের অপতৎপরতা কেউ চালাতে না পারে।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অজয় কুমার কর। বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রনদা প্রসাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য স্থানীয় প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...