Logo Logo

যশোরে ফেন্সিডিল ও মদসহ ভারতীয় নাগরিক আটক


Splash Image

যশোরের তারাগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযানে ভারতীয় নাগরিকসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ১২৫ বোতল ফেনসিডিল ও ৪ বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে। শনিবার (তারিখ) সকালে যশোর-নড়াইল সড়কে এই অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন


আটককৃতরা হলেন—ভারতের পশ্চিমবঙ্গের নাদনঘাট উপজেলার ধোবা গ্রামের মৃত পরিতোষ হালদারের ছেলে ইন্দ্রজিৎ হালদার (৩৪) এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের আব্দুল গনির ছেলে জাহাঙ্গীর আলম (৩৭)।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি টহলদল সকালে তারাগঞ্জ বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় ভারতীয় নাগরিকসহ দুইজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাদের বহন করা ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ১২৫ বোতল ফেনসিডিল ও ৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মাদকদ্রব্যসহ আটক দুই আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদক বিরোধী এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

বিজিবির এই অভিযানে মাদক পাচার প্রতিরোধে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নতুন করে সচেতনতা সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...