বিজ্ঞাপন
রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বরগুনার পাথরঘাটার বিষখালী নদী সংলগ্ন কাকচিড়া লঞ্চঘাট এলাকায় এ কর্মসূচির আয়োজন করে পরিবেশ ও জলবায়ুবিষয়ক সংগঠন ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)। বাস্তবায়নে ছিল স্থানীয় সংগঠন পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন।
মানববন্ধন শেষে নদীর পাড়জুড়ে প্লাস্টিক বর্জ্য পরিষ্কার অভিযান পরিচালনা করেন স্থানীয় জনসাধারণ।
এ সময় বক্তব্য রাখেন কাকচিড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন, ‘ধরা’র পাথরঘাটা সমন্বয়ক সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, কাকচিড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সদস্য আবুল হোসেন আবু ও সহসভাপতি আজগর আলী পহলান, সিএনআরএসের নিজাম উদ্দিন, হাফেজ মাওলানা ইব্রাহীম খলীল ও সমাজসেবক মাইনুল ইসলাম প্রমুখ।
স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, নদী ভরাট ও দখলের পাশাপাশি প্লাস্টিক বর্জ্যে মারাত্মক দূষিত হচ্ছে পরিবেশ। এতে সামুদ্রিক সম্পদ ধ্বংসের মুখে। তাঁরা দ্রুত প্লাস্টিক বর্জ্য অপসারণের দাবি জানিয়ে বলেন, “নদীর পাড় থেকে প্লাস্টিক অপসারণ না হলে কঠোর কর্মসূচির অংশ হিসেবে পৌরসভা ঘেরাও করা হবে।”
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের ঋতুচক্রে অস্বাভাবিকতা দেখা দিয়েছে, মানুষের জীবিকাও হুমকির মুখে পড়ছে। এ অবস্থায় নির্বিচারে প্লাস্টিক ব্যবহার নদী ও পরিবেশ ধ্বংস করছে, হুমকির মুখে পড়ছে সামুদ্রিক মাছসহ জীববৈচিত্র্য। এর ক্ষতিকর প্রভাব মানুষের শরীরেও পড়ছে।
শফিকুল ইসলাম খোকন বলেন, “আমরা যেমন মাকে ভালোবাসি, যত্ন করি—নদীও আমাদের মা। তাকে ধ্বংস নয়, রক্ষা করতে হবে আমাদেরই জন্য। নদীর সভ্যতা ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...