Logo Logo

জন্মের ১৪ দিনেও নির্ধারণ হয়নি সন্তানের পিতৃপরিচয়


Splash Image

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রামেরচর গ্রামে এক নবজাতকের পিতৃপরিচয় নিয়ে আইনি জটিলতা সৃষ্টি হয়েছে। সন্তানের জন্মের ১৪ দিন পার হলেও পিতৃপরিচয় এখনও আদালতের মাধ্যমে নিশ্চিত হয়নি।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, ওবায়দুর ফকিরের মেয়ে জান্নাতি ফকির চার মাস ১৪ দিন আগে বিয়ে করেছেন। কিন্তু অল্প সময়ের মধ্যে তিনি ১০ মাসের একটি সন্তান জন্ম দেন। এতে সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে এবং দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দিয়েছে।

গ্রামের মুরুব্বি সাঈদ মাতব্বর বলেন, “হাবিব মাতুব্বর একাধিকবার নারীদের উত্যক্ত ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়েছে। এর আগেও পাশের গ্রামে একই ধরনের অপরাধে তাকে মুক্তিপণ দিয়ে ছাড়া হয়েছিল।”

মুরুব্বি ফারুক মুন্সি অভিযোগ করেন, “ছেলেটির চরিত্র ভালো নয়। তার কারণে গ্রামের শান্তি নষ্ট হচ্ছে।”

শেখ আসমত আলী দাবি করেন, “এ ধরনের অপকর্ম রোধে তাকে দ্রুত আইনের হাতে তুলে দেওয়া এবং আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া জরুরি।”

আইন বিশেষজ্ঞরা জানান, এমন ঘটনার ক্ষেত্রে সন্তানের প্রকৃত পিতৃপরিচয় নির্ধারণ করতে আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষা করানো ছাড়া অন্য কোনো উপায় নেই। পাশাপাশি, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী মামলা দায়েরের সুযোগ রয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মামলা দায়ের বা আদালতের নির্দেশনা পাওয়া যায়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...