বিজ্ঞাপন
উদ্যোগের অংশ হিসেবে ৩৬৫ জন প্রান্তিক কৃষকের হাতে বেগুন, পালং শাক, লাল শাক, মটরশুটি, লাউ, মুলা ও বাটিশাকের বীজসহ প্রয়োজনীয় রাসায়নিক সার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান (যুগ্ম সচিব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম বিল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা প্রকৌশলী শফিউল আজম ও অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, “ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের সহায়তা ছাড়া দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। সরকারের এই উদ্যোগ কৃষকের উৎপাদন খরচ কমিয়ে শীতকালীন সবজির ফলন বাড়াতে সহায়তা করবে।”
প্রতিবেদক- সৌরভ বিশ্বাস, গোপালগঞ্জ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...