Logo Logo

কোটালীপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রবি মৌসুমে বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য আগাম শীতকালিন শাক-সবজির উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


উদ্যোগের অংশ হিসেবে ৩৬৫ জন প্রান্তিক কৃষকের হাতে বেগুন, পালং শাক, লাল শাক, মটরশুটি, লাউ, মুলা ও বাটিশাকের বীজসহ প্রয়োজনীয় রাসায়নিক সার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান (যুগ্ম সচিব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম বিল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা প্রকৌশলী শফিউল আজম ও অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, “ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের সহায়তা ছাড়া দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। সরকারের এই উদ্যোগ কৃষকের উৎপাদন খরচ কমিয়ে শীতকালীন সবজির ফলন বাড়াতে সহায়তা করবে।”

প্রতিবেদক- সৌরভ বিশ্বাস, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...