Logo Logo

কোটালীপাড়ায় দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত ও গণ ওয়াশব্লকের উদ্বোধন


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ২০২৫-২০২৬ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে প্রায় দুই টন দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় কোটালীপাড়া উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুম বিল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহজাহান সিরাজ, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

একই দিনে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান কোটালীপাড়ার ঘাঘর বাজারে জনসাধারণের জন্য নির্মিত গণ ওয়াশব্লক উদ্বোধন করেন।

প্রতিবেদক- কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...