Logo Logo

বিএনপি হিন্দু-মুসলিম সবাইকে সমান চোখে দেখে : শামা ওবায়েদ


Splash Image

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, “বিএনপি কাউকে আলাদা চোখে দেখে না। হিন্দু-মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ সমান চোখে দেখা হয়। শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসররা মাথা চাড়া দিয়ে উঠতে পারে। তারা পূজামণ্ডপে এসে অশান্তি সৃষ্টির চেষ্টা করতে পারে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”


বিজ্ঞাপন


সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এদিন বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত অন্তত ৩০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

শামা ওবায়েদ আরও বলেন, বিএনপিতে কোনো চাঁদাবাজদের স্থান নেই। চাঁদাবাজি বা অনৈতিক কাজ যারা করে, তাদের দল বা পরিচয় নির্বিশেষে ছাড় দেওয়া হবে না। “যদি বিএনপি বা আমার লোকও অনৈতিক কাজে জড়িত থাকে, তাদেরকে পুলিশে সোপর্দ করুন,” যোগ করেন তিনি।

নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, “সালথায় উন্নয়ন করতে হলে সকল অপকর্ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলখবাজি, থানায় দালালি ও এসিল্যান্ড অফিসে ঘুরাঘুরি বন্ধ করতে হবে। তারপর জনগণের পাশে দাঁড়াতে হবে। আমি বেঁচে থাকতে আমার নির্বাচনী এলাকায় কাউকে অনৈতিক কাজ করতে দেব না।”

হিন্দু সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্যে তিনি বলেন, “শুধু পূজা নয়, যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। আমার বাবা মরহুম কে এম ওবায়দুর রহমান সারা জীবন হিন্দু ভাই-বোনদের পাশে ছিলেন, আমিও তাদের পাশে থাকব। ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ষড়যন্ত্র থেমে যায়নি, তাই সতর্ক থাকতে হবে।”

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা জাহিদ হোসেন, সাবেক সিনিয়র সহসভাপতি শাহিন মাতুব্বর, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, মো. শাহিনুর রহমান, অ্যাডভোকেট জাহিদুল ইসলাম লাভলু, সাবেক প্রচার সম্পাদক মো. নাসির মাতুব্বর, বিএনপি নেতা ডা. কামরুল হাসান মজনু, সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক অজয় কুমার কর, উপজেলা শাখার সভাপতি সমীর সাহা, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, মাহফুজুর রহমান, সাফিকুল ইসলাম, মুরাদ মাতুব্বর, মিরান হুসাইন, আমিনুল ইসলাম বিশু, স্বেচ্ছাসেবক দল নেতা কামরুল ইসলাম, উপজেলা আরাফত রহমান স্মৃতি সংসদের সভাপতি ইয়াসিন বিশ্বাস, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম রাজ প্রমুখ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...