Logo Logo

নবীনগরে পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে মসজিদের পাশে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (৫ অক্টোবর) দুপুরে ঘটে এই দুঃখজনক ঘটনা। নিহতরা হলেন মোঃ সাদ্দামের ছেলে মোঃ শরীফ (৬) এবং মেয়ে শিফা (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ছোট ভাই শরীফ মসজিদের পাশের পুকুরে পড়ে গেলে বড় বোন শিফা তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। তবে দুর্ভাগ্যবশত, দুজনেই পানিতে তলিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে নোয়াগাঁও বাজারের শান্তা ফার্মেসিতে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আল ইমরান এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেন, “মসজিদের পাশের পুকুরে আপন দুই ভাই-বোনের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।”

অপরদিকে, একই দিনে ব্রাহ্মণবাড়িয়ার বিটঘর ইউনিয়নের গুড়িগ্রাম গ্রামে পুকুরের পানিতে পড়ে আরেক শিশুরও মৃত্যু ঘটে। নিহত হাবিব (৩) প্রবাসী কামরুল ইসলাম ভুঁইয়ার ছেলে।

ওসি শাহীনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অসাবধানতার কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ বিষয়ে থানায় কোন অভিযোগ জমা পড়েনি।”

স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় শিশুদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত সতর্কতা এবং সচেতনতার অভাব শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করছে।

প্রতিবেদক- মোহাম্মদ আবু সুফী, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...