Logo Logo

কলাপাড়ায় বৌদ্ধধর্মাবলম্বীদের প্রবারণা পূর্নিমা উৎসব উদযাপিত


Splash Image

পটুয়াখালীর কলাপাড়ার বৌদ্ধধর্মাবলম্বীরা সোমবার (৬ অক্টোবর) আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণ করে উদযাপন করেছেন অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্নিমা। উৎসবটি শুরু হয় সকালেই বুদ্ধপূজা ও পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে।


বিজ্ঞাপন


উপজেলার কুয়াকাটা ও কলাপাড়া এলাকার বৌদ্ধ বিহারগুলোতে সমাবেশ ঘটে বৌদ্ধ ভিক্ষুসহ রাখাইন নর-নারীদের। এ সময় তারা বুদ্ধের উদ্দেশ্যে ফুল, বাতি ও অন্যান্য ধর্মীয় সামগ্রী নিবেদন করেন। দিনভর নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবটি চলবে। রাখাইন পাড়া গুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে। সন্ধ্যায় আকাশে উড়ানো হবে রঙ-বেরঙের ফানুস।

ঐতিহাসিকভাবে, আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালন শেষে প্রবারণা উৎসবের আয়োজন করা হতো। প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে এক মাস প্রতিটি বৌদ্ধবিহারে শুরু হয় কঠিন চীবরদান উৎসব।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...