বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাজিরবেড় গ্রামের একটি পরিত্যক্ত ভবনের কক্ষে শীটের বাক্সের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল্লাহ উপজেলার সরদার গাতিপাড়া গ্রামের ইউনুচ আলীর ছেলে। তিনি পেশায় একজন মটরভ্যানচালক ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর সকালে জীবিকার তাগিদে মটরভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন আব্দুল্লাহ। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। একই দিন থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে ১১ অক্টোবর শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আব্দুল্লাহর পিতা ইউনুচ আলী।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে যশোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে আব্দুল্লাহকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...