Logo Logo

বাগেরহাটে দিঘী থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার


Splash Image

বাগেরহাটের একটি দিঘী থেকে সুমন্ত বিশ্বাস (৪৫) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে সদর উপজেলার বাদেকারাপাড়া এলাকার একটি দিঘীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।


বিজ্ঞাপন


নিহত সুমন্ত বিশ্বাস বাগেরহাটের চিতলমারী উপজেলার বাবুগঞ্জ গ্রামের মৃত সতীশচন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং বাগেরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের এলজিইডি মোড় এলাকায় একটি বাসায় ভাড়া থেকে কাজ করতেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ উল হাসান জানান, সোমবার দুপুরে সুমন্ত বিশ্বাস বাদেকারাপাড়া এলাকার রফিকুল ইসলামের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন। দুপুরের দিকে খাবার খাওয়ার কথা বলে কাজের স্থান থেকে বের হয়ে গেলে তিনি আর ফেরেননি। রাতে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ওসি আরও বলেন, সকালে স্থানীয়রা পচা দিঘীতে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

স্থানীয়দের ধারণা, সুমন্ত বিশ্বাস হয়তো দুর্ঘটনাবশত দিঘীতে পড়ে মারা গেছেন। তবে পুলিশ বলছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...