Logo Logo

ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে ধূমপান ছাড়ার পরামর্শ এরদোয়ানের


Splash Image

ছবি : সংগৃহীত।

মধ্যপ্রাচ্যের বৃহত্তর শান্তির সমাধান খুঁজতে বিশ্বনেতারা একত্রিত হওয়ার সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ‘তামাকের বিরুদ্ধে যুদ্ধের নতুন লক্ষ্য’ খুঁজে দেওয়ার প্রস্তাব দিয়েছেন।


বিজ্ঞাপন


ইহলাস নিউজ এজেন্সি দ্বারা সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, মিশরে অনুষ্ঠিত ‘গাজা শান্তি সম্মেলন’-এর ফাঁকে এক অনানুষ্ঠানিক কথোপকথনে এরদোয়ান মেলোনিকে ধূমপান ত্যাগ করার একটি উপায় দেবেন বলে জানিয়েছেন।

এরদোয়ান মেলোনির উদ্দেশ্যে বলেন, “আমি আপনাকে বিমান থেকে নেমে আসতে দেখেছি। আপনাকে দারুণ লাগছে। কিন্তু আপনার ধূমপান বন্ধ করাতে হবে।”

এই সময় তাদের পাশে উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এরদোয়ানের কথা শুনে তিনি হেসে ওঠেন এবং মন্তব্য করেন, “এটা অসম্ভব!”

জবাবে মেলোনি বলেন, “ধূমপান ছাড়লে আমি কম সামাজিক হয়ে যেতে পারি। আমি জানি, আমি জানি। আমি কাউকে হত্যা করতে চাই না।”

উল্লেখ্য, মেলোনি তার সাক্ষাৎকারের একটি সিরিজের ওপর ভিত্তি করে লেখা একটি বইতে স্বীকার করেছেন যে ধূমপান তাকে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদসহ বিভিন্ন বিশ্বনেতাদের সঙ্গে সম্পর্ক স্থাপনে সহায়তা করেছে।

অন্যদিকে, প্রেসিডেন্ট এরদোয়ান তুরস্ককে ধূমপানমুক্ত ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়েছেন এবং আন্তর্জাতিকভাবে ধূমপান রোধে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...