Logo Logo

পাথরঘাটায় নৌ–পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস


Splash Image

ইলিশের প্রজনন মৌসুমে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞার মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদীতে অবৈধভাবে মাছ শিকারের ঘটনা ধরা পড়েছে। কাকচিড়া নৌ–পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল ও জাটকা মাছ জব্দ করেন। তবে অভিযানের সময় কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি।


বিজ্ঞাপন


শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত কাকচিড়া নৌ–পুলিশ ফাঁড়ির এসআই মাহমুদুর রহমান, এসআই রতন কুমার, এএসআই নূরুল ইসলাম ও নায়েক হৃদয় চন্দ্র দে'র নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, “মা ইলিশের প্রজনন মৌসুমে ভবিষ্যৎ প্রজন্মের মাছ সংরক্ষণের স্বার্থে সরকার ২২ দিনের জন্য ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদে নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞা কার্যকালের মধ্যেই কিছু অসাধু জেলে প্রশাসনের নজর এড়িয়ে নদীতে মাছ ধরার চেষ্টা করছিল। খবর পেয়ে আমরা দ্রুত অভিযান পরিচালনা করি।”

তিনি আরও বলেন, চলাভাঙ্গা ও ফুলঝুরি অঞ্চলে অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ৭ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। পরে জনসম্মুখে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়।

কাকচিড়া নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, “ইলিশ সংরক্ষণে সরকারের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত টহল ও অভিযান চালানো হচ্ছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...