বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ অক্টোবর) পিরোজপুর সড়ক ও জনপথ কার্যালয় সংলগ্ন সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনের পর শ্রমিকরা সাত দফা দাবির আলোকে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সড়ক বিভাগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
কর্মসূচিতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, সহ-সভাপতি এস এম মনিরুজ্জামান এবং সাংগঠনিক সম্পাদক মহসীন শেখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার প্রচার সম্পাদক মোঃ মারুফ হোসেন।
বক্তারা বলেন, সড়ক ও জনপথ বিভাগের সকল মাস্টার রোল শ্রমিক কর্মচারীদের "৩২১১১০৪- আনুষঙ্গিক প্রতিষ্ঠান" কোড থেকে মাসিক বেতন প্রদান নিশ্চিত করতে হবে। এছাড়া সকল মাস্টার রোল কর্মচারীদের বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা জরুরি। তারা ৩য় ও ৪র্থ শ্রেণীর নিয়মিত শ্রমিকদের দ্রুত স্থায়ীকরণ এবং যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি প্রদানের দাবি জানান।
বক্তারা আরও বলেন, সওজে কর্মরত মাস্টার রোল শ্রমিকদের দৈনিক সাময়িক নীতিমালায় অন্তর্ভুক্ত করা বন্ধ করতে হবে। সকল শ্রমিক কর্মচারীর পদ সুনিশ্চিত করে ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সমন্বয়ে সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করে মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করা জরুরি। পাশাপাশি অধিদপ্তরে উন্নয়ন প্রকল্পে কর্মরত শ্রমিকদের পূর্ণাঙ্গ ডাটাবেইজ তৈরি করে প্রকল্প হস্তান্তরের পর রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে হবে এবং সকল উন্নয়ন প্রকল্পে ভ্যান্ডারের মাধ্যমে গাড়ী ভাড়া বন্ধ করতে হবে।
এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে শ্রমিকরা তাদের বৈধ দাবি ও সমস্যার দ্রুত সমাধান কামনা করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...