Logo Logo

স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসার দাবিতে পাথরঘাটায় সুবিধা বঞ্চিতদের মানববন্ধন


Splash Image

বরগুনার পাথরঘাটায় “হাসপাতালে নার্স চাই, ডাক্তার চাই”, “ডেঙ্গু টেস্ট চালু করো”, “অপারেশন থিয়েটার চালু করো”—এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে উপজেলার গোলচত্বর এলাকা। উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা, পর্যাপ্ত চিকিৎসক ও স্টাফ নিয়োগ এবং সরকারি পরীক্ষা-নিরীক্ষা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় স্বাস্থ্যসেবা বঞ্চিত মানুষ।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় পাথরঘাটা গোল চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের কর্মী এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক বদিউজ্জামান সাহেদ এবং সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রত্যয়’-এর সভাপতি মেহেদী শিকদার।

এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সভাপতি কেএম হাসিবুল্লাহ, ছাত্রশিবিরের সভাপতি হাফেজ রাকিব হাসান, এরফান আহমেদ সোয়েন, মহিউদ্দিন এসমে, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি আমিন সোহেল, সাংবাদিক শফিকুল ইসলাম খোকন ও ইমাম হোসেন নাহিদ, মুজিবুর রহমান কালু এবং ইসরাত জাহান শিরিনসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, চলমান ডেঙ্গু মহামারীর মধ্যে পাথরঘাটার প্রায় তিন লক্ষ মানুষের জন্য মাত্র তিনজন ডাক্তার রয়েছেন। পর্যাপ্ত চিকিৎসক না থাকায় প্রতিদিনই অসংখ্য রোগীকে বরিশালে রেফার করা হচ্ছে, যা একদিকে ব্যয়বহুল এবং অন্যদিকে ঝুঁকিপূর্ণ। তাদের দাবি—স্বাস্থ্যসেবার এই সংকট প্রশাসনিক ব্যর্থতা ও অব্যবস্থাপনারই প্রতিফলন।

বক্তারা বলেন, “অ্যাম্বুলেন্সের সাইরেন এখন মানুষের মনে ভয় ঢুকিয়ে দেয়। সামান্য জ্বরের রোগীকেও বরিশাল পাঠাতে হচ্ছে। পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত ব্যক্তির মৃত্যু নির্ধারণের যন্ত্রপাতিও নেই—এ যেন এক মৃতপ্রায় প্রতিষ্ঠান।”

বরগুনা সিভিল সার্জনের উদ্দেশ্যে বক্তারা আরও বলেন, “আমাদের সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করুন। যদি তা সম্ভব না হয়, তাহলে সম্মানজনকভাবে পদত্যাগ করুন।”

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এভাবে অদক্ষভাবে পরিচালিত স্বাস্থ্য কমপ্লেক্স আমরা চাই না। প্রয়োজনে এটি বন্ধ করব। দ্রুত সমাধান না হলে লংমার্চ করে সচিবালয় ঘেরাও করা হবে।”

বক্তারা আরও বলেন, “জনগণের ট্যাক্সের অর্থে ডাক্তার তৈরি হচ্ছে, কিন্তু সেই জনগণই সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত। এটি অগ্রহণযোগ্য। স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়ন ও পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ না দিলে আন্দোলন আরও বিস্তৃত হবে।”

পাথরঘাটার জনসাধারণের এই আন্দোলন এখন স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের প্রতি এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...