Logo Logo

ফেনী জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৮ আসামি গ্রেফতার


Splash Image

ফেনী জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় পৃথক অভিযানে ১৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে ডাকাত, ছিনতাইকারী, গরু চোরচক্রের সদস্য ও মাদক ব্যবসায়ী রয়েছেন।


বিজ্ঞাপন


জানা গেছে, ফেনী জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট বিশেষ অভিযান পরিচালনা করে। ফেনী মডেল থানা পুলিশের অভিযানে চিহ্নিত ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্য শাহাদাত হোসেন রিমন (৩৫) কে গ্রেফতার করা হয়। তিনি চার মামলার আসামি। এছাড়াও মাদক সিন্ডিকেটের সক্রিয় সাত সদস্যকেও আটক করেছে পুলিশ।

দাগনভূঞা থানার পুলিশ বিশেষ অভিযানে এক ছিনতাইকারী ও আন্তজেলা চোরচক্রের তিন সদস্যসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে।

অন্যদিকে, সোনাগাজী মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি মামলার আসামি নূর উদ্দিন শামীম (২৪) কে আটক করে। তার বিরুদ্ধে দুটি ডাকাতি ও একটি চুরি মামলা বিচারাধীন রয়েছে।

এছাড়াও ছাগলনাইয়া থানা পুলিশ মাদকসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে।

ফেনী জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ফেনী জেলা পুলিশ সুপার।

প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...