Logo Logo

গোপালগঞ্জে শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


Splash Image

আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে গোপালগঞ্জের সনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান রেশমা ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হয়েছে “শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট” বিষয়ক এক বিশেষ কর্মশালা।


বিজ্ঞাপন


কর্মশালার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক জনাব সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রযুক্তি বিষয়ক সংগঠন Tech Punno শিশুদের ইন্টারনেট ব্যবহারের ইতিবাচক ও নেতিবাচক দিক সম্পর্কে আলোচনা করে। পাশাপাশি শিশুদের নিরাপদ অনলাইন অভ্যাস গড়ে তোলার জন্য বিভিন্ন পরামর্শ ও ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করা হয়।

কর্মশালায় উপস্থিত কোমলমতি শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহারের মৌলিক নিয়ম শিখে নেয়। সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

Tech Punno এর প্রতিনিধিরা জানান, বিশ্বব্যাপী অক্টোবর মাসকে ‘সাইবার সচেতনতা মাস’ হিসেবে পালন করা হয়। সেই ধারাবাহিকতায় অক্টোবর মাস উপলক্ষে তাদের এ সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...