বিজ্ঞাপন
শুক্রবার (২৪ অক্টোবর) দিনব্যাপী তিনি সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের খলিশাখালী, গোবরা, বড়গাতি, সিংগা, শোলপুর বাজার ও চুনখোলা চৌরাস্তা এলাকায় পথসভায় অংশ নেন। এসব সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয় করতে হবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নড়াইলসহ সারাদেশের উন্নয়ন হবে। বিগত দিনে আমি জেল-জুলুম উপেক্ষা করে আপনাদের পাশে ছিলাম, আপনারাও নানা প্রতিকূলতা সহ্য করেও বিএনপির সঙ্গে ছিলেন। আগামী নির্বাচনে নড়াইল-১ আসনে ধানের শীষকে বিজয়ী করতে হবে।”
তিনি আরও বলেন, “নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। ধানের শীষের বিজয়ই হবে জনগণের মুক্তির বিজয়।”
পথসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোরশেদ জাপল, কালিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসজাদুর রহমান মিঠু বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, জেলা যুবদলের সভাপতি সায়দাত কবির রুবেল, জেলা যুবদলের কর্মসংস্থান সম্পাদক মিল্টন শেখ ও কবির হোসেন মোল্যা প্রমুখ।
এ সময় সিংগাশোলপুর ইউনিয়নের সব ভোটকেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
প্রতিবেদক- মো. নূরুন্নবী সামদানী, নড়াইল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...