Logo Logo

ফেনীতে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এতিমখানায় খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ


Splash Image

দৈনিক প্রথম আলো পত্রিকার ২৭ বছর পূর্তি ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ফেনীতে এক মানবিক কর্মসূচির আয়োজন করেছে ফেনী বন্ধুসভা। এ উপলক্ষে ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের শেখ নুর উল্ল্যা চৌধুরী মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার ও খেলার উপকরণ বিতরণ করা হয়।


বিজ্ঞাপন


শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ও শেখ নুর উল্ল্যা চৌধুরী মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা পর্ষদের সভাপতি শেখ নুর উদ্দিন চৌধুরী মামুন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রথম আলোর ফেনী প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা নাজমুল হক শামীম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা সাংবাদিক সাহাব উদ্দিন, শেখ নুর উল্ল্যা চৌধুরী এতিমখানার সিনিয়র সহসভাপতি আক্তারুজ্জামান আজিম, সাধারণ সম্পাদক শেখ রাশেদুন্নবী রাজিব, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোতাহের হোসেন বাদল, কোষাধ্যক্ষ শরীফ উদ্দিন চৌধুরী এবং মাদ্রাসার সুপার হাফেজ ইমরান হোসেন।

ফেনী বন্ধুসভার সভাপতি জান্নাত আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লোকমান চৌধুরী, সহসভাপতি আমিনুল ইসলাম শাহীন ও সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

প্রধান অতিথি শেখ নুর উদ্দিন চৌধুরী মামুন বলেন, “আমাদের দান-অনুদানের পাশাপাশি স্থানীয়দের সহায়তায় এতিমখানা ও মাদ্রাসাটি পরিচালিত হয়। বন্ধুসভার এমন মানবিক আয়োজন এতিম শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছে।”

অনুষ্ঠানের শুরুতে বাদ জুমা এতিম শিক্ষার্থীদের ও স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...