বিজ্ঞাপন
শনিবার (২৫ অক্টোবর) পৌনে ১২টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া এলাকার মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল খায়ের রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাসের ধাক্কায় আহত অবস্থায় নাসিম উদ্দিন আকনকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়। এরপর দ্রুত তাকে বরিশাল শেবাচিমে পাঠানো হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আকন জানান, নাসিম উদ্দিন আকন নলবুনিয়া এলাকার একটি ঠিকাদারী কাজ পরিদর্শন শেষে মোটরসাইকেলে রাজাপুরে ফিরছিলেন। এ সময় পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি বাস মোটরসাইকেলের পেছনের অংশে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী নাসিম আকন ছিটকে পাশের একটি গাছের গোড়ায় আঘাতপ্রাপ্ত হয়ে পাশের ডোবায় পড়েন। স্থানীয়রা তাকে কর্দমাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেন।
রাজাপুর থানার পরিদর্শক তদন্ত আবুল মালেক জানান, সংযোগ সড়ক থেকে নাসিম আকনকে বহনকারী মোটরসাইকেলটি মেইন রোডে ওঠার সময় দ্রুতগতির ঢাকা থেকে আগত পাথরঘাটাগামী হামিম পরিবহনের বাসটি মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে নাসিম আকন গুরুতর আহত হয়ে পরে যান। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে চালক ও বাসটিকে আইনের আওতায় আনার চেষ্টা করছে।
নাসিম উদ্দিন আকনের মৃত্যুর খবরে রাজাপুর উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। নেতাকর্মীসহ সাধারণ মানুষ কান্নায় ভেঙে পড়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...