Logo Logo

ফুলগাজীতে পিকআপের সাথে সংঘর্ষে সিএনজি চালক নিহত


Splash Image

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়ন এর গজারিয়া বাজার এলাকায় গতকাল রবিবার (২৬ অক্টোবর) ভোর ছয়টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক রকি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, ভারতীয় কাপড় বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক রকি ঘটনাস্থলেই নিহত হন। আহত তিন যাত্রীকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। জানা গেছে, আহত ব্যক্তিরা পরশুরামের মোহাম্মদপুর এলাকা থেকে চট্টগ্রামে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে সিএনজিযোগে যাচ্ছিলেন।

দুর্ঘটনার পর পরই এলাকার উত্তেজিত জনতা ভারতীয় কাপড় বোঝাই পিকআপ ভ্যানটি আটক করে। পরে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে এসে কাপড় বোঝাই গাড়িটি তাদের হেফাজতে নেয়।

স্থানীয় প্রশাসন ও পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে।

প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...